জানি আবার দেখা হবে ভালবাসা - তনুশ্রী গুহ

অকপট চিত্তে আজও ভাবি তোমার  কথা,
 রয়েছো আজও তুমি এক আলাদা অনুভূতির ছোঁয়ায়।
অনুভূতি আজ বড্ড অভিমানী, কেনো জানিনা!

কলমের জোয়ারে ভেসে ওঠে অনুরাগের পরশের ছোঁয়া। 
আমি তোমার অপেক্ষায় চেয়ে আছি আপ্লুত এক অভিমান নিয়ে,
জানিনা এই অভিমানের অনুভব পৌঁছাবে কি তোমার কাছে?

আমার ভালবাসার স্পন্দন আজও খোঁজে তোমারই চোখ,
আমি ত ভালবাসার গল্পকথারই এক অভিভূত সেই আবেগ। 

আসবে কি তুমি আমার কাছে, ডাকবে আমাকে আবেগি অনুভূতি দিয়ে?
বুঝবে কি সেই ভালবাসার কাব্যকে যা আজও প্রকাশ পায় তোমাকে নিয়ে!

আমি আজও খুঁজে বেড়াই তোমার সেই পরশকে,
জানি আবার দেখা হবে ভালবাসার হৃদমাঝারে।
নবীনতর পূর্বতন