ভালবাসার প্রতিচ্ছবি - তনুশ্রী গুহ


আমরা প্রতিটি মানুষই জীবনে  কখনো না কখনো কাউকে না কাউকে ভালবেসে ফেলি,

কিন্তু সব ভালবাসা কি পরিপূর্ণতা পায়!

ভালবাসা যখন পরিপূর্ণতা পায়না তখনও ভালবাসার পথিক চেয়ে থাকে এক তৃষাতুর অপেক্ষায়,

এ যেনো ভালবাসার এক আবেগের তৃষ্ণা। 

সত্যিকারের ভালবাসার নেই কোনো সমাপ্তি, 

তাইতো ভালবাসা ফিরে আসতে চায় নতুন ভোরে এক নতুন আলোর বন্ধু হয়ে।

ভালবাসা কোনোদিন হেরে যায়না,

তাইতো মনের গহনে ফুটে ওঠে ভালবাসার প্রতিচ্ছবি।।
নবীনতর পূর্বতন