চিরদিনই তোমারই ত থাকবো - তনুশ্রী গুহ

ভালবাসার কাব্যে আমি চিরদিনই তোমারই ত থাকবো,
মোহনার পরিবেশে তোমার ছবি আমার মনের গহনে খুঁজে বেড়াবো।। 

তুমি আমার মনের ক্যানভাসে কাব্যের কাব্যিক মহিমা,
আর আমি তোমার অন্তরের ভালবাসার এক দর্পণের আঙিনা।।

কাব্যের কাব্যিক ভালবাসা গড়ে তোলে এক ভালবাসার মেলবন্ধন, 
আর আমি এক আকাশের নীচে খুঁজে বেড়াই ভালবাসার হৃদস্পন্দন।।

আজও মনের কুঞ্জবন মোহরের ন্যায় খোঁজে এক অসমাপ্ত ভালবাসার উপন্যাস,
আর তোমার কথা আমার স্মৃতির গল্পে শোনায় এক অনুভূত ভালবাসার ক্যানভাস।। 

হয়ত ভালবাসার কাব্যে থেকে যায় এক আলাদা লেখনী, 
তাইতো আমি আজ তোমার গল্পের এক বিশেষ কাহিনী।।
নবীনতর পূর্বতন