চোখ অপ্রকাশিত ভালোবাসার আয়না - তনুশ্রী গুহ

চোখ আমাদের মনের বিশেষ  আয়না,

অপ্রকাশিত কথা গুলো তাই চোখের ভাষার মাধ্যমেই প্রকাশিত পায়।।

ভালোবাসার অনুভূতি সবসময় মুখে বলে প্রকাশ করা যায়না,

তাইতো আমাদের চোখ তখন মনের ভালোবাসার আয়নার অঙ্গীকার হয়ে ওঠে।।

ভালোবাসার কত না বলা কথা থেকে যায় মনের এক অন্তরালে,

কিন্তু একবার চোখের দিকে তাকালে বোঝা যায় সেই না বলা কথার প্রতিটি অনুভূতি।। 

আসলে চোখই আমাদের সবচেয়ে গভীর অনুভূতির মাধ্যম ঘটায়,

আর তাইতো সৃষ্টি হয় কবির কাব্যিক ভালোবাসার কুঞ্জবন।।
নবীনতর পূর্বতন