হোমকবিতা স্মৃতি - দেবাশিস চৌধুরী লিখেছেন দেবাশিস চৌধুরী হারিয়ে যায় স্মৃতি বিকৃত ইতিহাসের গালে চুমু খায় বেকায়দা যৌবন। রোদের ছোঁয়া লাগলেই গলে পড়ে সিন্ধু সভ্যতার মোম। অজান্তে তৈরী হয় ব্যাথার মহাকাব্য। রান্না ঘরে উনুনের ধোঁয়া উড়িয়ে পাতাগুলো আপন মনে নাচে !! আমি রক্ত দিয়ে প্রেম আনি।